এশিয়া কাপের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে রেকর্ড অষ্টম বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন ব্লুজরা।
রোববার (১৭ সেপ্টেম্বর) প্রেমাদাসায় অনুষ্ঠিত ফাইনালে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে লক্ষ্য তাড়ায় ৬.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল।
একদিকে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে ভারতের ক্রিকেট সমর্থকরা। এরই মাঝে এশিয়া কাপে সুপার থেকে বিদায়ের এক সপ্তাহের মধ্যেই সুখবর পেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে বাবর আজমরা।
মন্তব্য