সাকিব নৈপুণ্যে মন্ট্রিয়েল টাইগার্সের দাপুটে জয়

  • অনলাইন
  • শনিবার, ২২ জুলাই ২০২৩ ০১:০৭:০০
  • কপি লিঙ্ক

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। শর্টার ফরম্যাটের ক্রিকেটে নিজের সেই পারফরম্যান্স তিনি ধরে রাখলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে গিয়েও।

সাকিব নৈপুণ্যে তার দল মন্ট্রিয়েল টাইগার্স দাপুটে জয় দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট। টুর্নামেন্টে ডাক পাওয়া দ্বিতীয় বাংলাদেশি লিটন দাসের সারে জাগুয়ার্সের বিপক্ষে সাকিবের মন্ট্রিয়েল জয় পেয়েছে পাঁচ উইকেটে।

৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রানের খরচায় ৩ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এমনকি জাতীয় দলের সতীর্থ লিটন দাসের উইকেটটিও তিনি পুরেছেন নিজের ঝুলিতে।

ব্যাট হাতে সাকিব ওয়ান ডাউনে নেমে খেলেন ১৩ বলে ২৬ রানের কার্যকরী স্কোর।

অধিনায়ক ইফতিখার আহমেদের হার না মানা ৪৪ বলে ৪০, জাতিন্দর সিংয়ের ২৭ ও ডিলন হেইলারের ১৮ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে জাগুয়ার্স তাদের স্কোরবোর্ডে তোলে ১৩৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য