বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নানা অব্যস্থাপনা নিয়ে সাকিব আল হাসান সমালোচনা করে জানিয়েছিলেন, দায়িত্ব পেলে দু’মাসের মধ্যে তিনি সব সমস্যার সমাধান করে ফেলতেন। যার প্রেক্ষিতে টাইগার অলরাউন্ডারকে আগামী বছর সিইও’র দায়িত্ব নেয়ার আহ্বান জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তবে সাকিব বলছেন, ‘সিইও কেন, হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।’
গত ৪ জানুয়ারি বিপিএলের মান নিয়ে সমালোচনা করেছিলেন সাকিব। ডিআরএস প্রযুক্তি না থাকা এবং ভালো মানের বিদেশি ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অনাগ্রহের পেছনে তিনি আয়োজকদের দায়ী করেছেন। জানিয়েছিলেন প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে মাত্র দু’মাসে সব বদলে ফেলতেন তিনি।
সে সময় সাকিব বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয়, আমার বেশিদিন লাগবে না। সর্বোচ্চ ১ থেকে ২ মাস সময় লাগবে সব ঠিক করতে। ২ মাস লাগারও কথা না। বিপিএলের সিইও হলে সব বাদ দিয়ে নতুন করে ড্রাফট অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক প্রযুক্তি থাকবে, সম্প্রচারের মান ভালো থাকবে, হোম ও অ্যাওয়ে ভেন্যুতে খেলা হবে।’
মূলত চেষ্টার অভাবেই বিপিএল এক জায়গায় আটকে গেছে বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এ সময় তিনি বলিউডের সাড়া জাগানো সিনেমার নায়কের উদাহরণ দিয়ে রসিকতা করেন।
সাকিব বলেন, ‘একদিনেও অনেক কিছু বদলে ফেলা যায়। বিপিএলের আয়োজকরা পারেনি নাকি চায়নি জানি না। বলা কঠিন। বাংলাদেশের যে সম্ভাবনা, চাইলে না পারার কোনও কারণ আমি দেখি না। আমার ধারণা আমরা সৎ মনে চাইনি কখনও ওরকম কিছু করতে। এ কারণে এখন পর্যন্ত হয়নি।’
এরপর ৬ জানুয়ারি সাকিবের সমালোচনার জবাব দিয়ে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগতম জানাই। সে বিপিএলের সিইওর দায়িত্বে আসতে চায়। আমরা গভর্নিং বডির পক্ষ থেকে তাকে স্বাগতম জানাই। ও যদি চায় সামনের বছর থেকে সিইওর দায়িত্বপালন করুক।’
এদিকে সোহেলের সে আমন্ত্রণের পর রুচির আয়োজনে ‘মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে’ বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেয়া হলে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।’
মন্তব্য