করোনার টিকা নিচ্ছেন না ৫ ক্রিকেটার!

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১ ১২:২০:০০
  • কপি লিঙ্ক

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। যাওয়ার আগে ক্রিকেটারদের করোনাভাইরাস টিকা দেওয়া হবে।  আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেবেন নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। 

যদিও এ টিকা নেওয়াকে বাধ্যতামূলক করেনি বিসিবি। বিষয়টি ঐচ্ছিক রাখছে বিসিবি। 

জানা গেছে, নিউজিল্যান্ড সফরে ডাক পাওয়া ক্রিকেটারদের অন্তত পাঁচজন টিকা নিতে আগ্রহী নন। তবে সেই পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনেনি বিসিবির কর্মকর্তারা।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বুধবার বলেছেন, ‘টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি। নিউজিল্যান্ড সফর স্কোয়াডের পাঁচ থেকে সাত ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা নিচ্ছেন। যারা নিচ্ছেন না, তারা কেন নিচ্ছেন না, এটি এখন পর্যন্ত জানি না’।

নিউজিল্যান্ডে উড়ে যাওয়ার আগে ক্রিকেটারদের দেওয়া হবে প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে সিরিজ শেষে দেশে ফেরার পর। 

প্রসঙ্গত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন টাইগাররা। এর পর ২০ মার্চ ডানেডিনের প্রথম ওয়ানডেতে কিইউদের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য