প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের প্রেসক্রিপশনে চলছে মাশরাফির চিকিৎসা

  • অনলাইন
  • সোমবার, ২২ জুন ২০২০ ০৪:০২:০০
  • কপি লিঙ্ক

করোনায় আক্রান্ত মাশরাফি বিন মুর্তজার চিকিৎসা চলছে বাসা থেকেই। তাঁর নিয়মিত খোঁজখবর রাখছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে মাশরাফির চিকিৎসা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে।

মাশরাফি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরই বিসিবি নিয়মিত খোঁজ রাখছে তাঁর। বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজে খোঁজ নিচ্ছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ গণমাধ্যমকে জানালেন, মাশরাফির ব্যবস্থাপত্র করে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ‘মাশরাফির ব্যাপারটা যতদূর জানি, বিসিবি সভাপতি আব্দুল্লাহ স্যারের (প্রধানমন্ত্রীর চিকিৎসক) সঙ্গে কথা বলেছেন। তাঁর প্রেসক্রিপশন পাঠানো হয়েছে। মাশরাফি তো সাংসদও। তাঁর ব্যাপারটা ভিন্ন। কিন্তু যখন বিপদ হয়, সাংসদ দেখে হয় না। মানসিকভাবে সবাই ধাক্কা খায়। তখন তার পাশে সবারই থাকা উচিত। কাল রাতে শুনলাম ভালো আছে, হাসিখুশি আছে।’

কাল রাতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলাদেশের সাবেক অধিনায়ককে এসএমএস দিয়েছেন, কোনো সমস্যা হলে যেন দ্রুত তাঁকে জানানো হয়। দেবাশীষের চিন্তাটা এখন মাশরাফির পুরোনো অ্যাজমা রোগ নিয়ে, ‘সে অ্যাজমার রোগী। যাদের অ্যাজমা আছে, তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আগে থেকে তাদের ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর চিকিৎসাব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।’

শ্বাসকষ্ট থাকলেও একজন ক্রীড়াবিদ হিসেবে মাশরাফির রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই ভালো। এটিই আশাবাদী করছে সবাইকে। 

অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, ‘কাল রাতেও ওঁর সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয়েছে উনি ভালোই আছেন। বলেছি, বিশ্রাম নিতে। তিনি আমাকে অ্যাজমার সমস্যার কথা বলেছেন। বলেছি ঘাবড়ানোর কিছু নেই। রাতে শুনেছিলাম অ্যাজমা নিয়ন্ত্রণেই আছে। তবে খুব বেশি জটিলতা হলে হাসপাতালে নেওয়া লাগতে পারে। যেহেতু ভালো আছেন, দেখা যাক।’

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য