চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের বর্তমান হুইপ সামশুল হক চৌধুরীর প্রচারণার সময় দুই দফা হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
এ সময় হুইপ সামশুল হক চৌধুরীর এক ভাইকে কান ধরিয়ে লাঞ্ছিত করা এবং বোনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার এ হামলা করা হয়। প্রথম দফায় শান্তিরহাটস্থ মাদরাসা গেটে সকাল ১১টায় হামলার ঘটনায় এক নারী ও হুইপের ভাইসহ পাঁচ জন আহত হয়।
সন্ধ্যায় ২য় দফা হামলার ঘটনা ঘটে মাহমুদ নগর এলাকায়। ওই ঘটনায় হুইপের গাড়িবহরে গুলি, রাম দা দিয়ে কুপিয়ে ৬টি গাড়ি ভাঙচুর করা হয়।
এ সময় গুলিবিদ্ধ হয় দুই জন ও আহত হন হুইপের ছোট বোনসহ ২৫ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সামশুল হক চৌধুরীর ছেলে ও প্রধান নির্বাচন সমম্বয়কারী নাজমুল করিম চৌধুরী শারুন।
শারুন জানান, সাড়ে ১১টার দিকে শান্তিরহাট এলাকা থেকে তারা প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। প্রচারণা শুরু হওয়ার ২০ মিনিটের মাথায় তাদের ওপর হামলা হয়। পরে তার চাচা ফজলুল হক চৌধুরীকে বেধড়ক মারধর করা হয়। অস্ত্র তাক করে কানে ধরতে বাধ্য করা হয়। তার চাচাও জীবন বাঁচাতে কানে ধরতে বাধ্য হয়েছেন।
গুলিবিদ্ধ দুইজন হলেন- মুহাম্মদ মনির (৪২) এবং ইদ্রিস (৪০)।
এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত (৫৫), রেখা চৌধুরী (৪০), নাজমা আক্তার (৩০), বেলাল চৌধুরী (৫৫), আরিফ (৩২), আবু তৈয়ব (৩২), রিমন (২৭), মিনহাজ উদ্দিন (২৫), মানিক (৪০), ইউপি সদস্য সালাউদ্দিন সরওয়ার (৩৩)।
এ আসনে হুইপ সামশুলের পরিবর্তে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে। এছাড়াও এবারের নির্বাচনে প্রার্থী এ আসনে প্রার্থী হয়েছেন আরও ৭ জন।
প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর (হুইপ সামশুল) অভিযোগ, তাদের সমর্থকদের ওপর এখন পর্যন্ত কমপক্ষে ২২ বার হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
মন্তব্য