আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। বিএনপি নির্বাচনে আসুক। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তবে নির্বাচনে না এসে বাধা সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
মির্জা ফখরুলসহ তাদের নেতারা সিঙ্গাপুর গিয়ে ষড়যন্ত্র করছে। তবে সাহসী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিরোধ করে আগামী নির্বাচনেও জয় নিয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগ। আজ বুধবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি সেপ্টেম্বর মাসে সময় দিয়েছেন, এখন আবার অক্টোবরের কথা বলতেছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না।আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সব ষড়যন্ত্রের প্রতিরোধ করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আগামী দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সভাপতি ভিপি মনির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাহা, সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীযুবলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য