আরেকটা ওয়ান ইলেভেন হোক সেটিই চায় বিএনপি : ওবায়দুল কাদের

  • অনলাইন
  • শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ০৬:০১:০০
  • কপি লিঙ্ক

জনভোটে জেতার সম্ভাবনা নেই, তাই বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আরেকটা ওয়ান ইলেভেন হোক সেটিই চায় তারা।

শনিবার বিকেলে ধানমন্ডিতে সম্পাদকমন্ডলির সাথে আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, সহযোগী সংগঠন ও সিটি করপোরেশনের মেয়েদর যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বিএনপির কর্মীদের সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তবে সবচেয়ে শঙ্কা এবং উদ্বেগের কারণ হলো, হঠাৎ করে তৈরি হওয়া নৈরাজ্য। ফরিদপুরে তারাই হামলা করেছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মাঠে আছি, রাস্তায় আছি। এই অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য