সংসদে ছিলেন পিটার হাসসহ পাঁচ শতাধিক অতিথি

  • অনলাইন
  • বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ০১:০১:০০
  • কপি লিঙ্ক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। এদিন নিয়মিত কার্যসূচি পরিপালনের পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে দ্বাদশ সংসদের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। প্রথম দিনের অধিবেশনে আমন্ত্রিত বিদেশি-বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

পিটার হাস ছাড়াও সংসদ অধিবেশনে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণসহ প্রায় পাঁচ শতাধিক অতিথি।

আগের সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই তিনি সূচনা বক্তব্য দেন। এরপর স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত হলে তিনি সংসদ পরিচালনায় আসেন। এরপর ডেপুটি স্পিকার পদে মো. শামসুল হক টুকু পুনর্নির্বাচিত হন।

এদিন স্পিকার হিসেবে পুনর্নিবাচিত হয়ে সংসদ পরিচালনায় এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বক্তব্য দেন। এরপরই তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করেন। রাষ্ট্রপতির বক্তব্যের পর সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সংসদ সদস্যদের বক্তব্য পর্ব শুরু হয়। এরপর শেখ সেলিমকে ফ্লোর দেন স্পিকার। এরপর বিরোধীদলীয় নেতা জি এম কাদেরকে ফ্লোর দেওয়া হয় শুভেচ্ছা বক্তব্যের জন্য।

শুভেচ্ছা বক্তব্যে বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, সংখ্যার বিচারে বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি। এবার সংসদে শতকরা ৭৫ ভাগই সরকার দলের। স্বতন্ত্র ২১ ভাগ। তারাও প্রায় সবাই সরকার দলীয়। ৩ থেকে ৪ ভাগ শুধু বিরোধী দলীয় সদস্য। এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না।

সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য