বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু : চীনের রাষ্ট্রদূত

  • অনলাইন
  • রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ০৪:০১:০০
  • কপি লিঙ্ক

আজ রবিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তাদের এ সাক্ষাতের সময় তারা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রবিবার এ কথা বলেন তিনি।

সকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার আগারগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এসময় দুই দেশের সম্পর্ক ও অংশীদারিত্বের নানা দিক নিয়ে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন চীনা রাষ্ট্রদূত।
সদ্য গঠিত সরকার প্রসঙ্গে বলতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান অর্থমন্ত্রী আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি চীনের পুরনো বন্ধু। তার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে কথা বলতে এসেছি। তিনি আমাদের দুই দেশের সম্পর্কের বিষয়ে কাজ করেছেন। তাই আমরা আশা করি, নতুন অর্থমন্ত্রীর মাধ্যমে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রেও সম্পর্ক আরো বাড়বে। আমরা আশাবাদী রাজনৈতিক ক্ষেত্রেও সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য