সাংবাদিকরা আমাদের সিসি ক্যামেরা: রাশেদা সুলতানা

  • নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ০১:১২:০০
  • কপি লিঙ্ক

ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা ইতিমধ্যে সে পরিবেশ তৈরি করেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আমরা প্রস্তুত আছি এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।  

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
 
তিনি আরও বলেন, গণমাধ্যম আয়নার মত, আমারা সাংবাদিকদের আয়নার চোখে দেখি। আপনারা বস্তুনিষ্ঠ ও ভালো সংবাদ তুলে আনবেন। সাংবাদিকরা সিসিটিভি ক্যামেরা আমাদের একার পক্ষে সব দেখা সম্ভব না। আমরা আপনাদের চোখে দেখি। আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত আছি। আপনারা সবাই সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করতে সহায়তা করবেন।  

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোস সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু জাফর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এম রাশেদুল হকসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য