দুই দফা কমানোর পর দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে বলা হয়, শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর করা হবে।
এর আগে ২১ মার্চ সব থেকে ভালো মানের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। তার এক দিন পর ২২ মার্চ ভালো মানের স্বর্ণের ভরিতে আরও ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়, ২৩ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা। এই দুইদিনে মোট ২ হাজার ৩৩৩ টাকা কমানো হয়। কিন্তু আজ বিকালেই আবার বাড়ানো হলো স্বর্ণের দাম।
এদিকে ২১ ও ২২ মার্চ দাম কমানোর আগে ১৮ মার্চ এক লাফে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে রেকর্ড ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকে ৯৮ হাজার ৭৯৪ টাকায়। ১৯ মার্চ থেকে এই দাম কার্যকর হয়েছিল।
মন্তব্য