নাক-কান-গলার সমস্যায় ফ্রি টেলিপ্রেসক্রিপশন সেবা

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ০২:৩০:০০
  • কপি লিঙ্ক

করোনা মহামারি পরিস্থিতিতে বেসরকারি খাতে দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান, ঢাকার সোবহানবাগস্থ বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড দিচ্ছে নাক-কান-গলা বিষয়ক সমস্যায় বিনামূল্যে টেলিপ্রেসক্রিপশন সেবা।

এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে টেলিফোনের মাধ্যমে রোগীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন।

বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান বলেন, 'রোগীদের কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই সার্ভিসটি চালু রেখেছি।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে।'

উক্ত সময়ের মধ্যে হাসপাতালের হটলাইন নাম্বার ০৯৬৬৬৭১০৭১০ এ যে কেউ কল করলে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া হবে। এরপর রোগীর সমস্যা শুনে চিকিৎসক টেলিফোনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ বাতলে দেবেন।

মন্তব্য