শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা

  • অনলাইন
  • শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১২:০৭:০০
  • কপি লিঙ্ক

কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। দেশটির ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে আঘাত হানে এই ভূমিকম্প। বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এই তথ্য জানিয়েছে।

ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে।

দেশটির ভূমিকম্প সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা প্রদেশ।

আশার কথা ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। এর আগে গত এপ্রিল মাসে কানাডায় ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে তখন ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তখন।

 
সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য