জাহাজের ধাক্কায় ভাঙল সেতু, পাঁচ গাড়ি পড়ল নদীতে

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১১:০২:০০
  • কপি লিঙ্ক

চীনের গুয়াংঝৌ শহরে একটি জাহাজের ধাক্কায় আজ বৃহস্পতিবার সকালে একটি সেতু কিছু অংশ ভেঙে পড়েছে। এতে সেতুর ওই অংশে থাকা পাঁচটি গাড়ি নদীতে পড়ে যায়।

এই দুর্ঘটনায় দুই জন আহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিন জন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে গেছে। আর জাহাজটিও সেখানে আটকে আছে। 
চীনা সময় সকাল সাড়ে পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে। 

জাহাজের প্রধান নাবিককে আটক করা হয়েছে। আর আটকে পড়া মানুষদেরও উদ্ধার করা হয়েছে। এই সেতুটির উচ্চতা বাড়ানোর প্রকল্প হাতে নিলেও তৃতীয় দফায় তা স্থগিত করা হয়। 


সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য