ফ্রান্সের প্যারিস শহরের ল্যুভ্র জাদুঘরে লিউনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার উপর স্যুপ নিক্ষেপ করলেন প্রতিবাদরত দুজন নারী।
বিবিসির এক প্রতিবেদনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, 'ফুড রেসপন্স' লেখা টি-শার্ট পরিহিত দুজন বিক্ষোভকারী মোনালিসা চিত্রমকর্মে স্যুপ ছুঁড়ে মারছেন।
বুলেটপ্রুফ গ্লাস দিয়ে সংরক্ষিত মোনালিসা চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে দুজনকেই বলতে শোনা যায়, 'আমাদের কৃষি ব্যবস্থা করুণ। আমরা স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থা চাই।
এ ঘটনার সাথে সাথে নিরাপত্তাকর্মীরা প্রতিবাদকারী দুই নারীর সামনে কালো পর্দা দিয়ে রুম থেকে সাধারণ দর্শনার্থীদের বের করে ফেলেন। এর আগেও বিভিন্ন সময়ে মোনালিসা চিত্রকর্ম নষ্ট এবং চুরি করার প্রচেষ্টা করা হয়।
সেজন্য পরবর্তীতে এই ঐতিহাসিক চিত্রকর্মটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৯ সালে এর উপর ট্রান্সপারেন্ট বুলেটপ্রুফ দুর্ভেদ্য কাঁচ লাগানো হয়।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃষকদের বিক্ষোভ বেড়েই চলছে। মূলত দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং জ্বালানি খরচ বৃদ্ধির কারণে এই বিক্ষোভ দেখা যাচ্ছে।
মন্তব্য