ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দিল্লি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৫১ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে দুই কিলোমিটার দূরে মাটির পাঁচ কিলোমিটার গভীরে।
৪০ সেকেন্ড ধরে কম্পন হয়েছে। সে কারণে তার তীব্রতা এত বেশি। দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চলের পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে।
রোববার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশ।
স্থানীয় সময় রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মন্তব্য