জিম্বাবুয়েতে বিমান দুর্ঘটনায় নিহত ৬

  • অনলাইন
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

জিম্বাবুয়েতে একটি মাইনিং কোম্পানির মালিকানাধীন ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবারে ঘটা এ দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন যাত্রী মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির বিমান কর্তৃপক্ষ।  

জিম্বাবুয়ের সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক এলিজা চিঙ্গোশো জানিয়েছেন, বিমানটি জিম্বাবুয়ের রিওজিম লিমিটেডের ছিল। এটি দক্ষিণ-পশ্চিম জিম্বাবুয়ের মুরোওয়া ডায়মন্ডস খনির কাছে বিধ্বস্ত হয়।

 স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটি সেসনা ছোট বিমান।

রিওজিম পূর্বে ব্রিটিশ-অস্ট্রেলিয়ান মাইনিং গ্রুপ রিও টিন্টোর অংশ ছিল কিন্তু এখন সম্পূর্ণ জিম্বাবুয়ের মালিকানাধীন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য