ফের উত্তাল মণিপুর, সংঘর্ষে নিহত ৩

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

ভারতের মণিপুরের বিবদমান দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে নতুন সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতেই-প্রধান বিষ্ণুপুরের সীমানায় খইরেনতাক গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

মণিপুর পুলিশ জানিয়েছে, নারানসেনার কাছে ওই গ্রামে উভয় গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে তিনজন মারা গেছেন। সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ, আসাম রাইফেলস ও কমান্ডোরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্রাইবাল লিডার্স ফোরামের দাবি, মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রামে আক্রমণ চালানো হয়। গ্রামরক্ষী বাহিনী মোতায়েন ছিল। তারাও গুলি চালাতে থাকে। গ্রামরক্ষী বাহিনীর একজন মারা যান। এর পরই ওই এলাকাজুড়ে ব্যাপক গুলির লড়াই চলতে থাকে। বেশ কিছুক্ষণ ওই লড়াই চলে। 
এর আগে পাহাড়ের নিচের এলাকায় একজন কৃষককে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি তখন জমিতে চাষ করছিলেন। তার বুকে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে বিরোধ চলছে। চার মাস ধরে রাজ্যটির পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। প্রায় ১৫০ জন সেখানে মারা গেছেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য