হ্রদে মিলল বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ

  • অনলাইন
  • মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ০২:০৭:০০
  • কপি লিঙ্ক

প্যাডেল বোর্ডিংয়ে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর হ্রদ থেকে উদ্ধার করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি তাফারি ক্যাম্পবেলের মরদেহ।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের মার্থা বিনইয়ার্ডের হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাতে হ্রদটিতে প্যাডেল বোর্ডিং করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যান তাফারি। দুইদিন পর (সোমবার) তার মরদেহ উদ্ধার করা হয়। 
মার্থা বিনইয়ার্ডের হ্রদের কাছেই বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার ব্যক্তিগত বাড়ি রয়েছে।

৪৫ বছর বয়সী তাফারি ক্যাম্পবেল ২০১৬ সালে বারাক ওবামার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তার পারিবারিক বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। এর আগে ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউসে কাজ করেছিলে তাফারি।

বিবৃতি দিয়েছেন বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা বলেছেন, ‌‘তাফারি আমাদের পরিবারের প্রিয়ভাজন ছিলেন। তিনি সৃজনশীল এবং খাদ্য অনুরাগী। মানুষকে একত্র করার অসাধারণ গুণ ছিল তার।’ 

তাফারি ক্যাম্পবেলের স্ত্রী ও দুই যমজ সন্তান রয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।


সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য