ফরিদপুরের নগরকান্দায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. মেহেদী হাসান নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে সোমবার (১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদীকে আদালতে মাধ্যমে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রামনগর ইউনিয়নের নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন ওই গৃহবধূ।
তখন বাড়িতে কেউ না থাকায় মেহেদী ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে, ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান মঙ্গলবার বিকেলে বলেন, গৃহবধূ ধর্ষণের ঘটনায় সোমবার রাতে থানায় একটি মামলা হয়। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের দায় স্বীকার করে মঙ্গলবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
মন্তব্য