রাজবাড়ীর পাংশায় মোবাইলে গেমস্ খেলার প্রলোভন দেখিয়ে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মো. মতিন সরদারের ছেলে বিজয় সরদার (১৪) বিরুদ্ধে ।
ঘটনার পর থেকে অভিযুক্ত বিজয় সরদার পলাতক রয়েছে। বিজয় সরদার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজারের একটি বিস্কুট কারখানায় কাজ করেন।
সরেজমিনে গেলে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সাথে নাদুরিয়া গ্রামের নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটি মা মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে চলে যায়। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এ সময় শিশুটির নানী জানান, তিনি রান্না করছিলেন। এ সময় তার নাতনীকে উলঙ্গ অবস্থায় বাড়ি আসা দেখেন। এ সময় শিশুটি পড়নে প্যান্ট নেই কেন জিজ্ঞেস করলে, শিশুটি বলেন, মোবাইলে গেমস্ দেখানোর কথা বলে কাচারী ঘরে নিয়ে যায়। সেখানেই এই অকাম করে। পরে তিনি কাচারী ঘরে গিয়ে দেখেন বিজয় সরদার বসে আছেন। বিষয়টি তাকে জিজ্ঞাসা করলে সে কোন কথা বলেনি। এ সময় আমার মেয়ে (শিশুটির মা) ছেলেটিকে মারপিট শুরু করে। পরে ছেলেটি পালিয়ে যায়।
অভিযুক্ত বিজয় সরদারের মা শিউলী খাতুন জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনার পর থেকে আমার ছেলে বাড়িতে আসেনি। ছেলে কোথায় আছে আমরা জানি না। তবে বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জিল্লুর রহমান জানান, ধর্ষণের বিষয়টি শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে কে বা কারা সমাধান করছে তা জানি না।
কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন। ধর্ষণের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য