কুমিল্লা নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের উনাইশার এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবু মিয়া (৪০) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ইব্রাহিম খলিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে উনাইশার মাজার মসজিদের সামনে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা এলাকা থেকে পালিয়ে যায়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য