বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, যুবক আটক

  • অনলাইন
  • শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ০৭:০৩:০০
  • কপি লিঙ্ক

যশোরের শার্শা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মেহেদী হাসান (১৯) এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মেহেদী হাসান উপজেলার ডিহি (দক্ষিনপাড়া) গ্রামের মো. বিপ্লব গাজীর ছেলে।

শুক্রবার (২২মার্চ) দুপুরে উপজেলার কাশিপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান।

পুলিশ জানায়, গত গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ওই কিশোরীকে  বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেহেদী। এসময় ওই কিশোরীর চিৎকারে তার নানী এগিয়ে আসলে ধর্ষণকারী ওই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মার্চ) ভিকটিমসহ তার খালাতো বোন থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।  

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে আটককৃত আসামি।

আসামিকে আজ দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য