চট্টগ্রামে প্রাইভেট কারে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ০৮:০৩:০০
  • কপি লিঙ্ক

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে প্রাইভেট কারে তুলে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিরন প্রকাশ মিরু (৩৬) ও মো. জমির (৩২)। সোমবার রাতে অভিযান চালিয়ে ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার ওসি কায়ছার হামিদ বলেন, ১৭ মার্চ ১৫ বছর বয়সী ওই কিশোরীকে ফুসলাইয়া অপহরণ করে ছোটপুল পুরাতন রোডের একটি প্রাইভেট কারে তুলে দলবদ্ধভাবে ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিমের বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য