ফরিদপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার 

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • সোমবার, ০২ অক্টোবর ২০২৩ ১১:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে ধর্ষণ মামলায় মো. কামরুল ইসলাম পারভেজ (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তারর করেছে র‍্যাব। আজ সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম পারভেজ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার শাহাজদ্দিন বেপারী পাড়ার ইমরান হোসেন বাবু বেপারীর ছেলে।

ফরিদপুরের র‍্যাব-১০, সিপিসি-৩ এর কম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার জানান, রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‍্যাব-১ এর সহযোগীতায় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার সদর থানার ধর্ষণ মামলার পলাতক একমাত্র প্রধান আসামি মো. কামরুল ইসলাম পারভেজকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। মামলা রুজুর পর থেকে সে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকার আত্মগোপন করেছিল বলে জানা যায়। 

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য