কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবী রিয়াসহ গ্রেপ্তার ৫

  • প্রতিনিধি,তাহিরপুর(সুনামগঞ্জ):
  • শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৯:০০
  • কপি লিঙ্ক

সুনামগঞ্জের তাহিরপুরে বান্ধবীর প্ররোচণায় পড়ে ১৬ বছরের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ঘটনার মামলায় ধর্ষিতা কিশোরীর বান্ধবী রিয়াসহ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতভর অভিযানে বান্ধবী রিয়ার সহযোগিতায় অন্য আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হোন বিশ্বম্ভরপুর থানা পুলিশ। আসামিদের গ্রেপ্তারে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আসামিরা হলেন, হৃদয় মিয়া (২৩), শামু (২০), সাগর (২২), রিয়া (১৮) ও হৃদয়। তারা সবাই বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। এর আগে আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার বারেক টিলায় ঘুরতে এসে বান্ধবীর ভাই ও অপরাপর আসামিরা দলবদ্ধ হয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য