ফরিদপুরের সদরপুরে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি চুন্নু মাতুব্বর (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২১ আগস্ট) রাতে কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার কালিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদরপুর পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত চুন্নু উপজেলা সদর ইউনিয়নের চর ব্রাহ্মণদী গ্রামের রহিম মতুব্বরের ছেলে।
জানা যায়, ২০১২ সালে একই গ্রামের হারুন মুন্সীর মেয়ে রাসিদা আক্তারকে (২৬) প্রাইভেট পড়াতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করে চুন্নু। এ ঘটনায় ধর্ষিতার ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১,তারিখ: ০৮-০২-২০১২) করেন। পরবর্তীতে ওই মামলায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।
সদরপুর থানার পুলিশ পরিদর্শক (এস আই) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমারা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অভিযান চালিয়ে চুন্নু মাতুব্বরকে গ্রেপ্তার করেছি। চুন্নু নারী ও শিশু নির্যাতন দমন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী।
মন্তব্য