বরিশালে ৭ বছরের শিশুকে গণধর্ষণ, অভিযুক্ত ঢাকায় গ্রেপ্তার

  • অনলাইন
  • শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১১:০৭:০০
  • কপি লিঙ্ক

বরিশালের গৌরনদীতে ৭ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মূলহোতা মাহবুব বেপারীকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শুক্রবার (২৮ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উত্তরায় এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

আসামিরা হলো: উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মাহবুব ব্যাপারী (১৮), রফিকুল ব্যাপারী (১৭) ও আমির সরদার (১৭)।
মামলার বরাতে গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘরের সামনে মুদি দোকান দিয়ে ব্যবসা করেন। দোকানের পাশে দোলনায় দোল খাচ্ছিল শিশুটি। বাবার ব্যস্ততার সুযোগে প্রলোভন দেখিয়ে শিশুটিকে পশ্চিম ডুমুরিয়া এলাকায় নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের ভবনে নিয়ে গিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।
 
বিষয়টি শিশু তার বাবাকে জানালে তিনি অভিযুক্ত তিন যুবকের কাছে জানতে চান। তখন একে অন্যকে দোষারোপ করে মোবাইলে করা ভিডিও চিত্র শিশুর বাবাকে দেখিয়ে পরে চলে যায়।

পরিদর্শক আরও বলেন, পালাক্রমে ধর্ষণে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য