দশমিনায় ভাইয়ের হাতে ভাই খুন

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ০৬:০৭:০০
  • কপি লিঙ্ক

পটুয়াখালীর দশমিনায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে হাতে বড় ভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মন্নান ফকির (৬০) ওই গ্রামের মৃত আক্তার আলী ফকিরের ছেলে। এ ঘটনায় ছোট ভাই ফারুখ ফকিরকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ। দুই ভাই কৃষি কাজ করেন।

পুলিশ জানায়, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই মান্নান ফকির তার ছোট ভাই ফারুখ ফকিরকে গালমন্দ করেন। ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই ফারুক হঠাৎ বড় ভাই মান্নান ফকিরের ঘরে ঢুকে তাকে ফল কাটার ছুরি দিয়ে পিছন থেকে আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, পারিবারিক সমস্যা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। অভিযুক্ত ফারুক ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য