রাজবাড়ীর পাংশায় দবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মোছাঃ নারগিছ আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে গুলি করার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ নারগিছ আক্তার পরানপুর গ্রামের মাজেদ মন্ডলের স্ত্রী।
জানা যায়, গুলিবিদ্ধ নারগিছকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দয়ীক্তরত চিকিৎসক উন্নত চিকিৎসার তাকে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুলিবিদ্ধ নারগিছ আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
নারগিছ আক্তারের স্বামী মাজেদ মন্ডল বলেন, গত সাত মাস আগে পাংশার সম্রাট বাহিনীর সদস্য পরিচয়ে ফোন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিয়ে অপারোগতা স্বীকার করলে বিভিন্ন সময় ফোন করে হুমকি ধামকি দিতো তারা। ঘটনার রাতে তার স্ত্রী কলের পারে থাল-বাটি পরিস্কার করছিল। এ সময় এক দল দূর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তার স্ত্রীর মাথার ডানপাশ্বে চোখের উপরে গুলি লেগে গুরুত্বর আহত হয়।
পাংশা মডেল থানার অফিসার ইসচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গুলিবিদ্ধ নারগিছ ঢাকায় চিকিৎসাধিন রয়েছে। তার পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য