কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক কারবারী নিহত

  • কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 
  • শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ০১:৪৯:০০
  • কপি লিঙ্ক

ঢাকার অদূরে কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার খেজুরবাগ সাতপাখির স্বপ্নধরা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে র‌্যাব ১০-এর সদস্যরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

র‌্যাব-১০ ধলপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, স্বপ্নধরা আবাসিক এলাকায় মাদকের লেনদেনের খবর পায় র‌্যাব। এঘটনায় সঙ্গে সাত থেকে আটজন জড়িত ছিলেন। ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হওয়ার খবর শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাইনি। র‌্যাবও এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য