ফরিদপুরের সালথায় ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগে বিধান মালো (৫০) কে আটক করেছে পুলিশ। বিধান মালো উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত ধীরেন মালোর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বল্লভদি ইউনিয়নের ৭ বছরের একটি শিশুকে কাকদি বাওড়ে নৌকায় নিয়ে ধর্ষন করে। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে কাকদি গ্রাম থেকে ধর্ষক বিধান মালোকে আটক করে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।
সালথা থানার (তদন্ত) ওসি সুব্রত গোলদার বলেন, কাকদি বাওড় এলকায় শিশু ধর্ষনের ঘটনায় আসামীকে আটক করে রবিবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য