অপরাজিতার মালিক শারমিন জাহান গ্রেফতার,নকল মাস্ক সরবরাহে

  • ডেস্ক
  • শনিবার, ২৫ জুলাই ২০২০ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল মাস্ক সরবরাহের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিকের শারমিন জাহানকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ (ডিবি) শুক্রবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নিম্নমানের এন ৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে শাহবাগ থানায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. মোজাফ্ফর আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, নিম্নমানের মাস্ক সরবরাহ করে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা এসব মাস্ক ব্যবহার করতে অস্বীকৃতি জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য