রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকাতেই আত্মগোপনে ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
আজ রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাজী কেরামত আলীর বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে৷ এর যেকোনো একটি মামলা থাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আদালতে তোলা হবে।
মন্তব্য