জাতীয় লেখক পরিষদের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত   

  • নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ০৭ জুলাই ২০২৪ ০৯:০৭:০০
  • কপি লিঙ্ক

জাতীয় লেখক পরিষদ এর ঈদপুনর্মিলনী ও ২০২৪-২৬ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচিতি সভা ঢাকাস্থ মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত রাহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স এর হোটেল সেন্ট্রাল ইন এ ৬ জুন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত সভাপতি ক্সসয়দ শামছুল হুদা। সভায় উপস্থিতি ছিলেন পরিষদের উপদেষ্টা, অভিভাবক ও কেন্দ্রীয় পরিষদ ও অন্যান্য অতিথিবৃন্দ। 
 
পরিষদের সেক্রেটারী মাঈনুদ্দিন ওয়াদুদ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদ সভাপতি ক্সসয়দ শামছুল হুদা। 

বক্তব্য রাখেন জাতীয় লেখক পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও সম্পাদক মাওলানা মনযুর আহমদ, মাসিক মদীনা সম্পাদক ড. আহমদ বদরুদ্দিন খান, মাওলানা আলী হাসান তৈয়ব। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কামরুল হাসান রাহমানি, মাওলানা আফজাল হোসাইন। 

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রহমত টুয়েনটি ফোর ডটকম এর নির্বাহী সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ মুসা বিন ইজহার, নেজামে ইসলাম পার্টির নিবাহী সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, আল আরাফাহ ইসলামী ব্যাংক এর সিনিয়র কর্মকর্তা মাওলানা মাসুদুর রহমান, নগরকান্দা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান, মুফতি শুয়াইব আহমদ। 
 
এছাড়াও বক্তব্য রাখেন লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মুফতি শাঈখ মুহাম্মদ উসমান গনি, সহসভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আবদুল গাফফার, মাওলানা ওবাইদুল্লাহ শাকির, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মুফতি আল আমীন, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, সহ সম্পাদক কামালউদ্দীন ফারুকী, মাওলানা দিদার শফিক, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজুল হক ফাইয়াজ, সহসাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, অর্থ সম্পাদক মুফতি ইহসানুল হক, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, শিক্ষা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, পরিকল্পনা সম্পাদক আব্দুল্লাহ আলমামুন আশরাফি, গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম আইনি, প্রচার সম্পাদক নূর হোসাইন সবুজ, দফতর সম্পাদক বিএম আমীর জিহাদী, তথ্যপ্রযু্িক্ত সম্পাদক উমর ফারুক মাসরুর, পাঠাগার সম্পাদক মুহিব ইমতিয়াজ, প্রকাশনা সম্পাদক হাবিব আনোয়ার, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম শেখ, মাওলানা আসাদুল্লাহ জাকির, মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মাওলানা জামিল সিদ্দিকী প্রমুখ।  

সভায় বছরব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়া নগরকান্দা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং জাতীয় লেখক পরিষদ ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুফতী মুস্তাফিজুর রহমানকে ক্রেস্ট দিয়ে বিজয়ী সংবর্ধনা প্রদান করা হয়। সভায় নতুন ৪জন সদস্যকে পরিষদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।  

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য