রাজধানীতে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ০৯ জুন ২০২৪ ০১:০৬:০০
  • কপি লিঙ্ক

রাজধানী গুলশানের ফিলিস্তিন দূতাবাসের সামনে একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে কাওসার নামের এক পুলিশ কর্মকর্তার গুলিতে মনির হোসেন নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে ডিএমপির গুলশান বিভাগ সূত্রে জানায়। এই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, ডিউটিরত এক পুলিশ সদস্য কথা-কাটাকাটির এক পর্যায়ে একজন অন্যজনকে কয়েক রাউন্ড গুলি করে।

এতে গুলিবিদ্ধ পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হন। এ সময় এক বাইসাইকেল চালক গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।  
হামলাকারী পুলিশ সদস্যকে নিরস্ত্র করতে ডাকা হয়েছে বিশেষ বাহিনী সোয়াটকে। ঘটনাস্থলে ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশীদও পৌঁছেছেন।

এ বিষয়ে পুলিশ বাহিনী থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য