ডিএসসিসিতে ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়

  • অনলাইন
  • সোমবার, ৩১ জুলাই ২০২৩ ০৭:০৭:০০
  • কপি লিঙ্ক

২০২২-২৩ অর্থবছরে দক্ষিণ সিটি করপোরেশনের ইতিহাসের সর্বোচ্চ ১০৩১.৯৭ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। যে সকল খাত থেকে রাজস্ব আদায় হয়েছে তার মধ্যে গৃহ কর বাবদ রেকর্ড ৩৪৭.২৩ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৩১জুলাই) নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এসব জানান।  এসময় মেয়র ২০২৩-২৪ অর্থবছরের জন্যে ৬৭৫১.৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন।

তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর ট্রেড লাইসেন্স, কোরবানির পশুর হাট, পাবলিক টয়লেট, গাড়ি পার্কি, মেয়র হানিফ ফ্লাইওভার, বর্জ্য অপসারণসহ বিভিন্ন খাত থেকে আয় বেড়েছে।
ডেঙ্গু পরিস্থিতি ও মশা নিধন নিয়ে মেয়র তাপস বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা কাজ করছে। জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে দেয়া নির্দেশনা মেনে চলারও পরামর্শ দেন দক্ষিণের মেয়র।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য