রাজধানীতে আওয়ামী লীগের  দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

  • অনলাইন
  • শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১২:০৭:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশ শেষে ফেরার পথে নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং আহত হয়েছেন চারজন।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি বলেন, সমাবেশ শেষে লোকজন ফেরার পথে সাড়ে ৭টার দিকে গুলিস্তানে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। বাকি চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য