বিএনপিকে নতুন করে আবেদন করতে হবে: ডিএমপি কমিশনার

  • অনলাইন
  • বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১১:০৭:০০
  • কপি লিঙ্ক

বিএনপি পল্টনের সড়ক বা সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চাইলে পুলিশের কাছে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (২৬ জুলাই) রাতে এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নয়াপল্টন কিংবা গোলাপবাগে যেখানেই বিএনপি মহাসমাবেশ করুক আবারও নতুন করে আবেদন করতে হবে। ডিএমপির অনুমোদন ছাড়া কোথাও সমাবেশ করা যাবে না। তবে, ছুটির দিনেও চ্যালেঞ্জ থাকতে পারে। এ ছাড়া মহররমের একটি বিষয় রয়েছে। তাই, পরিবেশ-পরিস্থিতি বুঝে আবেদনের পর সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি।

এ অবস্থায় মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিএনপির নেতারা বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে রাতেই সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য