সায়েন্স ল্যাবে বিস্ফোরণে ভবন বিধ্বস্ত নিহত ৩

  • অনলাইন
  • সোমবার, ০৬ মার্চ ২০২৩ ০২:০৩:০০
  • কপি লিঙ্ক

রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাবের পাশে প্রিয়াঙ্কা মার্কেটের একটি তিন তলা ভবন আংশিক ধসে পড়েছে এবং আগুন লেগেছে।

এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি, যারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পলাশী, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়ে মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।  

পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত ও অনেকে আহত হয়েছেন।  মার্কেটের ব্যবসায়ীগণ জানান, হঠাৎ বিকট শব্দে ভবনে বিস্ফোরণ হয়। এরপরই আগুন লাগে।

ফায়ার সার্ভিস বিভাগ মনে করছে, এসি বিস্ফোরণের কারণে এই আগুন লেগেছে।

ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিটের অতিরিক্ত কমিশনার ড. মহিদ উদ্দিন খন্দকার জানান, এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে তাদের ইউনিট।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য