রাজধানীতে যাত্রীবাহী বাস 'ভিক্টর পরিবহনের' ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির এক ছাত্রী মারা গেছেন। নিহতের নাম নাদিয়া (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ভাটারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। তবে মোটরসাইকেলচালক তার বন্ধু অক্ষত আছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
মন্তব্য