দুই হাজার পরিবারকে ঈদ উপহার দি‌লেন জার্মান প্রবাসী লিটন

  • সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও:
  • বুধবার, ২০ মে ২০২০ ০৩:০১:০০
  • কপি লিঙ্ক

করোনা মহামারী ও প‌বিত্র ঈদুল ফিতর উপল‌ক্ষে অসহায় দুস্থ,দিন মুজুর ও কর্মহীন হ‌য়ে পড়া দুই হাজা‌রেরও বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জার্মান প্রবাসী লিটন উদ্দীন।

গত কয়েকদিনে তিনি তার নিজ এলাকায় ঠাকুরগাঁও সদর উপ‌জেলা রু‌হিয়া থানা ও উপ‌জেলার কয়েকটি ইউ‌নিয়‌নে এ নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেন। প্রয়োজনীয় সাহায্য পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দুস্থ মানুষেরা। 

এ ধারাবা‌হকিতায়  আজ বুধবার সকালে সদর উপজেলা ২৯ মাইল নতুন পাড়া ও জগন্নাথপুর পীরবাড়ি এলাকা সহ ৩‌টি ইউ‌পির ২৩০‌টি প‌রিবারের মা‌ঝে সামাজিক দূরত্ব বজায় রেখে 

ঈদের উপহার হিসেবে এ খাদ‌্যসামগ্রী তার পক্ষ থেকে বিতরণ করা হয়। এ সময় উপ‌স্থিত ছিলেন স্থানীয় জনপ্রতি‌নি‌ধি,সাংবা‌দিক সহ অন‌্যান‌্যরা।

ঈদসামগ্রীর মধ্যে ছি‌ল- চাল, সেমাই, চিনি, পেঁয়াজ আলু ও তেল।

প‌রে ভি‌ডিও লাইভে সংযুক্ত হয়ে উপ‌স্থিত জনতার উদ্দেশ্যে প্রবাসী লিটন উদ্দীন বলেন, সাম‌থ‌্যনুযায়ী মানবতা‌বোধ থেকে আপনাদের সহ‌যো‌গিতা করার চেষ্টা ক‌রে‌ছি। 

করোনায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তি‌নি বলেন, এ মহামারী দীর্ঘদিন থাক‌বেনা । সক‌লে ঘ‌রে থাকুন,নিরাপ‌দে থাকুন।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য