সালথায় মনোনয়নপত্র দাখিল সম্পন্ন, চেয়ারম্যান পদে আ'লীগের ৮, জাকের পার্টি ৩ ও সতন্ত্র ৪২ জন

  • আবু নাসের হুসাইন, সালথাঃ
  • রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১০:৫৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে  চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৮জন, জাকের পার্টির ৩ জন ও সতন্ত্র প্রার্থী ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও আটটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস জানিয়েছেন।

চেয়ারম্যান প্রাথীরা হলেন- গট্টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান লাভলু, সতন্ত্র প্রার্থী খন্দকার রেজাউর রহমান চয়ন, খোরশেদ খান, কামরুল হাসান, আবুল বাসার মোল্যা ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান শেখ।

আটঘর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদুল হাসান খান, সতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ, আবু সালেহ মোঃ খশবু, বকুল মিয়া, মুহাম্মদ ফখরুজ্জামান ওয়াসিম, শাহিনুর রহমান, রাইসুল ইসলাম, শাহজাহান মোল্যা, ফারুক আহম্মেদ ও আমির হোসেন।

সোনাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খায়রুজ্জামান বাবু, সতন্ত্র প্রার্থী সোহেল রানা (ফরহাদ), কালাম মোল্যা ও মিজানুর রহমান সিকদার।

বল্লভদি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, সতন্ত্র প্রার্থী সাইফুর রহমান শাহীন, সানোয়ার কাজী ও আঃ রশিদ।

মাঝারদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফছার উদ্দিন, সতন্ত্র প্রার্থী সেলিম মিয়া ও আঃ মতিন।

ভাওয়াল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুকুজ্জামান মিয়া, সতন্ত্র প্রার্থী ওহাব মাতুব্বার, বাচ্চু মাতুব্বার, নুর মোহাম্মদ হোসেন, আনোয়ার হোসেন, মমতাজ পারভীন, এনায়েত হোসেন, আফরোজা সুলতানা, সোহেল রানা ইমন ও জাকের পার্টির মনোনীত প্রার্থী আবুল হাসান।

রামকান্তপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আশরাফ আলী লিটু, সতন্ত্র প্রার্থী কামাল হোসেন, নজরুল ইসলাম, ইশারত হোসেন মোল্যা, নাহিদুজ্জামান খান, সিরাজুল ইসলাম মোল্যা, ইমারত হোসেন, মীর সৈয়দ আলী। 

যদুনন্দী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঃ রব মোল্যা, সতন্ত্র প্রার্থী আবুল খায়ের মুন্সী, রফিকুল ইসলাম, নুরুজ্জামান ঠাকুর, কামরুজ্জামান কাইয়ুম, খন্দকার ইমামুল ও জাকের পার্টির মনোনীত প্রার্থী জুয়েল মোল্যা মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেন জানান, চেয়ারম্যান পদে ৫৩ জন, সাধারন সদস্য পদে ২৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ই নভেম্বর উপজেলার আটটি ইউনিয়নের ৭৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

আটটি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬শ ৭৫। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৬৬ ও মহিলা ভোটারের সংখ্যা ৬২ হাজার ৬শ ৯ ভোট।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য