পার্ক ফিলিং স্টেশন কে ওজনে কম দেওয়ার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

  • আবির হোসাইন শাহিন,( সিরাজগঞ্জ ) প্রতিনিধি ঃ
  • বুধবার, ০৬ অক্টোবর ২০২১ ১২:৫৭:০০
  • কপি লিঙ্ক

 সিরাজগঞ্জ শহরের কাজীপুর রাস্তার মোড়ে অবস্থিত পার্ক ফিলিং স্টেশন কে ওজনে কম দেওয়ার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার  (৫ অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী উপস্থিত গণমাধ্যম কর্মীদের কে বলেন, পেট্রোল কিংবা অকটেন বাতাসের সংস্পর্শে উড়ে যায়,সে কারনে লিটার প্রতি ৩ থেকে ৬ মিলি কম গ্রাহক পর্যায়ে সহনীয় ধরা হয়। কিন্তু পার্ক ফিলিং স্টেশনে ৫লিটার অকটেন পরিমাপ করে ১শ ২০ মিলি কম পাওয়া যায়। টাকার হিসেবে প্রতি ৫লিটারের বিপরীতে প্রায় ১১ টাকা কম দিয়ে গ্রাহক কে ঠকানো হচ্ছে। এ কারনে পার্ক ফিলিং স্টেশন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারা মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং অকটেন পরিমাপক যন্ত্রটি সঠিক ওজন নির্ধারণ করে পরবর্তী ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য