সিরাজগঞ্জে ১১ জন ছিনতাইকারী আটক 

  • আবির হোসাইন শাহিন  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
  • শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ১১:৪১:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১১জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।
আটকরা হলেন, পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে মো. হেলাল শেখ (২৫), একই মহল্লার বাবলু শেখের ছেলে আলমগীর শেখ (৩০), মিরপুর কালাচান মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩), মিরপুর উত্তরপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার মৃত ইউনুসের ছেলে জসিম শেখ (২৫), মৃত রজব আলী শেখের ছেলে আতাউর হোসেন (৩০), হাসিবুল শেখের ছেলে হাশর শেখ (২২), ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে পিচুনি (২৪), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের  মৃত জেনদাল মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০), পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার কালাম ব্যাপারির ছেলে কাইয়ুম ব্যাপারি (৩০) এবং একই মহল্লার সানোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, কয়েকদিন যাবৎ শহরে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এ বিষয়ে থানায় কোন ভুক্তভোগী অভিযোগ করেননি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় ওই ১১ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত মাদকাসক্ত। নেশার টাকা জোগাতেই তারা ছিনতাই করে থাকে।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য