কালকিনিতে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গাঁজা সহ গ্রেফতার

  • মাদারীপুর প্রতিনিধি:
  • রবিবার, ১১ জুলাই ২০২১ ০৪:২৬:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা চেষ্টা মামলায় ডাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার বিকালে তাকে ফরিদপুর জেলা সদর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  

পুলিশ জানায়, গত সোমবার দুপুরে জেলার কালকিনি উপজেলার ডাসার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দর্শনা বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক সোমকে ইউপি চেয়ারম্যান কাজী সবুজের নেতৃত্বে পিটিয়ে গুরুতর আহত করা হয়। 
পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মানিক সোমের স্ত্রী সীমা রায় বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কাজী সবুজকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। 

এ মামলার পর থেকে কাজী সবুজ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে কালকিনি থানা পুলিশের একটি দল ফরিদপুর জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান কাজী সবুজকে গ্রেফতার করে। 

এ সময় তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করে পুলিশ।

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, হত্যাচেষ্টা মামলায় সবুজকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তার কাছে কিছু গাঁজাও পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য