পৌরসভা নির্বাচন: 

কালকিনিতে আওয়ামী লীগ বিএনপিসহ মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • ওয়াহিদ মুরাদ, মাদারীপুর:
  • মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ০১:৩৫:০০
  • কপি লিঙ্ক

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে কালিকিনি থানা আওয়ামীলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এস এম হানিফ উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরউদ্দিন এর হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিক উজ্জামান শাহীন প্রমূখ উপস্থিত ছিলেন। 

এর আগেই বিএনপিসহ ৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীসহ মোট ৬জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। তারা হালেন, বিএনপির মনোনিত প্রার্থী কামাল হোসেন, হাত পাখা মার্কার মো. লুৎফর রহমান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু, দুইজন সতন্ত্র প্রার্থী রুবেল হাসান ও মশিউর রহমান। এদিকে কাউন্সিলর প্রার্থী হিসাবে ২৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন ১২জন।

উল্লেখ্য, কালকিনি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৭ জানুয়ারি রোববার । মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি, প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী, প্রতিক বরাদ্দ ২৭ জানুয়ারি ও ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

 কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শত। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭ শ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩শ জন। চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার নির্বাচন হবে ইভিএম মেশিনের মাধ্যমে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য