সালথায় শ্রমিকলীগের সভাপতি ওপর হামলার ঘটনায় মামলা

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ ০৫:২১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলা শ্রমিকলীগের সভাপতি খোন্দকার সাইফুর রহমান শাহীনের উপর হামলার ঘটনায় শনিবার রাতে সালথা থানায়  আউয়াল মুন্সীকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন শাহীনের স্ত্রী মুন্নী বেগম। শাহীন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত খোন্দকার শাহীন বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে আউয়াল মুন্সী ও দুলাল কাজী আগেও কয়েক দফা আমার উপর হামলার চেষ্টা করে। গত ৩০ ডিসেম্বর বুধবার রাতে  বাউষখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে গৌতম কুন্ডুর
 বাড়ির সামনে পৌছালে আমার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় আউয়াল মুন্সী, দুলাল কাজী ও তার লোকজন।

এবিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি খোন্দকার শাহীনের উপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই মামলা রুজু করা হয়েছে। হামলার ঘটনার পর থেকেই ওই এলাকায় অভিযান চালানো হয়।এজাহার নামীয় আসামীরা পালাতক থাকায় কাউকে আটক করা সম্ভাব হয়নি। আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য