কবরস্থান মসজিদে মার্কেট করায় ফুঁসে উঠেছে সর্বসাধারণ

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:১৫:০০
  • কপি লিঙ্ক

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের সর্ববৃহৎ কবরস্থান শাহী মহল্লা কবস্থান। যেখানে কয়েক লক্ষাধিক কবর রয়েছে। কবরস্থানের উত্তর পাশ ঘেষে মসজিদ করার জন্য কিছু জায়গা ওয়াকফ্ করা হলে সেখানে মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে এলাকাবাসীর ভাষ্যমতে কিছু ক্ষমতালোভী কবরস্থান কমিটির উদ্যোগে পুরাতন মসজিদ ভেঙ্গে নতুন করে মসজিদ পুনঃনির্মাণ শুরু করে।

পূর্বের মসজিদের সীমানা থেকে বের হয়ে জায়গা বাড়িয়ে প্রায় দুই হাজার নতুন পুরাতন কবরের উপর মসজিদ নির্মাণের কাজ শুরু করে। এতে এলাকাবাসীর কোনো অভিযোগ ছিলোনা। যখন কাজ দৃশ্যমান হয় তখনই জানাজানি হয় মসজিদের নিচতলায় মার্কেট নির্মাণ হবে এবং দোকান বরাদ্দের জন্য সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অগ্রীম নেয়া হয়। এতেই এলাকাজুঁড়ে ক্ষোভ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় সর্বস্তরের জনগণ, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ সকলের সমন্বয়ে গঠিত হয় শাহী কবরস্থান মসজিদে মার্কেট নির্মাণ প্রতিরোধ কমিটি। কমিটির পক্ষ থেকে আগামীকাল শুক্রবার বাদ আছর অত্র কবরস্থান সংলগ্ন বিশাল মানববন্ধনের ডাক দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য